চুলের আগা ফেটে গেলে কী করবেন?
চুলের আগা ফেটে যাওয়া রোগটির নাম ট্রাইকোসিজিয়া। চুলের আগা নানা কারণে ফাটতে পারে, যেমন—ঘন ঘন চুল আঁচড়ানো, হেয়ার ড্রায়ারের সাহায্যে চুল শুকাতে গিয়ে অতিরিক্ত হিট দেওয়া। এ ছাড়া অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের কারণেও চুলের আগা ফেটে যেতে পারে।
চুল ফাটার কারণ হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চুল কতটুকু বড় হবে, তা নির্ভর করবে জিনগত ও হরমোনের প্রভাবের ওপর। অর্থাৎ ব্যক্তিবিশেষে কার চুল কতটুকু লম্বা হবে, তা নির্ধারিত। এর বেশি লম্বা রাখতে গেলেই চুলের আগা ফেটে যায়।
কী করবেন
- ট্রাইকোসিজিয়া হলে, অর্থাৎ চুলের আগা ফাটতে শুরু করলে চুল খুব নাজুক অবস্থায় থাকে বলে চুলে অন্য কোনো শ্যাম্পু ব্যবহার না করে বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
- এ ছাড়া প্রতি রাতে ‘পালমার্স হেয়ার ট্রিটমেন্ট ফর্মুলা’ ব্যবহার করতে পারেন। এটি এক ধরনের ক্রিম। এটি প্রতি রাতে চুলে ব্যবহার করে সকালে ধুয়ে ফেলতে হয়।
- জিনগত ও হরমোনের কারণে চুলের আগা ফাটতে থাকলে চুলের আগা ঘন ঘন ছাটিয়ে নিতে হবে।
কী করবেন না
- চুল ঘন ঘন আঁচড়াবেন না। গোসল করে চুল শুকানোর জন্য গামছা বা তোয়ালে দিয়ে চুলে বাড়ি দেবেন না।
- চুলে ঘন ঘন হেয়ার ড্রায়ার ও অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করবেন না।
- রাতে চুল আলগা রেখে শোবেন না। এতে অনবরত ঘষা লাগার কারণেও আগা ফাটতে পারে।