অ্যাপেনডিসাইটিস কী?

অ্যাপেনডিসাইটিস বেশ প্রচলিত একটি সমস্যা। অ্যাপেনডিসাইটিস কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. আবুল হাসেম খান।
বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রশ্ন : অ্যাপেনডিকস বা অ্যাপেনডিসাইটিস বিষয়গুলো আসলে কী?
উত্তর : আপনি জানেন, আমাদের যে খাদ্যনালি রয়েছে, যেটা মুখগহ্ববর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্মৃত, এটি বিভিন্ন অংশে ভাগ হয়েছে। আমাদের খাদ্যনালির একটি অংশকে আমরা বলি বৃহদান্ত্র। এটি পেটের ডান দিক থেকে শুরু হয়। তার যে প্রথম অংশ যেটা আমরা বলি সিটাম, এর গোলাকার যে অংশ সেটা একদম নিচের দিকে থাকে, এগুলো কেঁচোর মতো, আমরা ওয়ার্ম লেগ স্ট্রাকচার বলি। সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলি কেঁচোর মতো একটি ছোট নালির মতো থাকে। একে আমরা অ্যাপেনডিকস বলি। এর অনেক কারণ রয়েছে। কোনো কারণে যদি সেখানে প্রদাহ হয়, যাকে আমরা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্রদাহ বলি, অথবা কোনো কারণে যদি সেটা ব্লক হয়, তার যে ছিদ্র রয়েছে, এখানে ব্যথা হয়। ব্যথা হলে বা সংক্রমণ হলে, প্রদাহ হলে, রোগী ব্যথা অনুভব করে। রোগীর কিছু লক্ষণ দেখা দেয়। তখন আমরা বলি অ্যাপেনডিসাইটিসে রোগী আক্রান্ত হয়েছে।