অ্যাপেনডিসাইটিস হলে চিকিৎসা কী?
অ্যাপেনডিক্সে ব্যথা, প্রদাহ, সংক্রমণ হলে তাকে অ্যাপেনডিসাইটিস বলে। এর চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. আবুল হাসেম খান। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রশ্ন : অ্যাপেনডিসাইটিসের সমস্যা হলে কী ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন?
উত্তর : অ্যাপেনডিসাইটিসের চিকিৎসা হলো অস্ত্রোপচার। একে বলে অ্যাপেনডিসেক্টোমি। তবে কোনো কারণে যদি অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকে, এমন জায়গায় রোগী আক্রান্ত হয়েছে, যেখান থেকে যাওয়ার সুবিধা নেই, সময় সাপেক্ষ, সেই ক্ষেত্রে বিকল্প আমরা কনজারভেটিভ বলি, আমরা সেই চিকিৎসা দেই, যেন এর কোনো জটিলতা না হয়। বা সাময়িকভাবে সে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারে। তবে তার চিকিৎসা হলো অস্ত্রোপচার।
প্রশ্ন : অ্যাপেনডিসেক্টোমিতে রোগী নির্বাচনের ক্ষেত্রে কি আপনাদের কোনো বিষয় রয়েছে?
উত্তর : সাধারণত অ্যাপেনডিসাইটিসে আক্রান্ত হয় তরুণ ও প্রাপ্ত বয়স্ক লোক। শিশু ও প্রবীণদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। তবে তারা আক্রান্ত হলে অস্ত্রোপচারে যাওয়ার আগে বিশেষ যত্ন নিতে হয়। প্রবীণদের সাধারণত অন্যান্য কারণেও অ্যাপেনডিসাইটিসের মতো লক্ষণ হতে পারে। সেই জন্য তাদের কিছু বিশেষ যত্ন নিয়ে, এরপর আমরা সিদ্ধান্ত নিই। তবে যারা তরুণ ও প্রাপ্ত বয়স্ক এদের ক্ষেত্রে আমরা অস্ত্রোপচারের পরামর্শ দেই।