অ্যাপেনডিসেক্টোমি করার পর পরামর্শ
অ্যাপেনডিসেক্টোমি হলো অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারের পর কিছু বিষয় মেনে চলতে হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. আবুল হাসেম খান। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রশ্ন : সঠিক সময়ে অ্যাপেনডিসাইটিসের সার্জারি করা না হলে কি কোনো জটিলতা হয়?
উত্তর : প্রত্যেকটি অস্ত্রোপচারের কিছু পূর্ব ও পরবর্তী জটিলতা রয়েছে। যদিও আমরা বলি অ্যাপেনডিসাইটিস খুব সাধারণ একটি রোগ, এর জটিলতা খুব কম হবে। কিন্তু যদি আমরা সঠিক সময়ে এবং সঠিকভাবে অস্ত্রোপচার করতে না পারি, তাহলে অস্ত্রোপচার পূর্ববর্তী কিছু জটিলতা রয়েছে। আর অস্ত্রোপচার জরুরিভাবে করার পরও কিছু সার্জিক্যাল সমস্যা থাকে। এটা সব সার্জারির ক্ষেত্রে থাকে।
প্রশ্ন : সার্জারির পরে কোনো উপদেশ থাকে কি?
উত্তর : সাধারণত আমরা এক থেকে ছয় মাস কোনো ভারী কাজ করতে নিষেধ করি। আঁশযুক্ত খাবার খেতে বলি। যেসব খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হয় সেগুলো আমরা এড়িয়ে যেতে বলি। কোষ্ঠকাঠিন্য জাতীয় উপসর্গ দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।