ব্রণ কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/28/photo-1522230092.jpg)
ব্রণ বেশ প্রচলিত একটি সমস্যা। ব্রণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহরান হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, সিটি হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রণকে কীভাবে সংজ্ঞায়িত করবেন?
উত্তর : একনে বা ব্রণ খুব প্রচলিত একটি সমস্যা। ছেলে বা মেয়ে বা তরুণ বয়সে যাঁরা রয়েছেন, বয়ঃসন্ধিতে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য, এটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল প্রদাহজনিত রোগ। এর কারণ হলো প্রোপাইনোব্যাকট্রাম একনে। ব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য অনেক কারণেই ব্রণ হতে পারে, যেমন—আমাদের সেবাসিয়াস গ্রন্থে যেগুলো রয়েছে, তেলের যে গ্রন্থি, সেগুলো ব্লক হয়ে ব্রণ হতে পারে।
এ ছাড়া বিভিন্ন স্টেরয়েডের ব্যবহারের কারণে ব্রণ হতে পারে। আরো কিছু ধরন রয়েছে, যেমন—সিস্টের মতো হয়। অনেক বড় হয়ে যায় ব্রণটা। একটু জটিল আকার ধারণ করে। দীর্ঘমেয়াদি খাওয়ার ওষুধ লাগে তখন।