চিকিৎসার পরও কি ব্রণ হতে পারে?
জটিল ধরনের ব্রণের চিকিৎসা করা জরুরি। ব্রণের চিকিৎসা করলে ব্রণ সেরে যায়। তবে এর পরও কি অনেক ক্ষেত্রে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহরান হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, সিটি হাসপাতালের চর্ম ও যৌন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধাণত ব্রণ নিয়ে যখন আসে, তখন সাধারণভাবে এটি ব্যবস্থাপনা করলেই কি হয়ে যায়, না কি তার সঙ্গে ওষুধ বা যত্নের প্রয়োজন রয়েছে?
উত্তর : এটি একটি ব্যাকটেরিয়াল রোগ, কিছু ওষুধ আমাদের ব্যবহার করতে হবে এবং খেতে হবে। সাধারণ ব্রণ নিয়ে এলে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিকের কোর্স দেই। সঙ্গে কিছু লাগানোর ওষুধ আমরা দেই। সঙ্গে কিছু ফেসওয়াশ দেই পরিষ্কার রাখার জন্য। এটি ব্রণের প্রাথমিক চিকিৎসা।
প্রশ্ন : চিকিৎসার পরও ব্রণ আবার হওয়ার কি প্রবণতা থাকে?
উত্তর : আবার হতে পারে। ব্রণ একবার ভালো হয়ে গেলে যে আবার হবে না, সেটি নয়। হতে পারে। পরামর্শ হলো চিকিৎসা নেওয়ার সময় অধৈর্য হলে চলবে না। ব্রণের চিকিৎসার নামে বাজারে অনেক কিছু পাওয়া যায়, পার্লার বা সেলুনে গেলে অনেক কিছু ব্যবহার করার পরামর্শ দেয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। ব্রণে হাত দেওয়া যাবে না বা খুঁটানো যাবে না।