প্রাপ্তবয়স্কদের ব্রণের সমস্যা হয় কেন?
ব্রণ বেশ প্রচলিত সমস্যা। ছেলেমেয়ে উভয়েরই ব্রণ হতে দেখা যায়। হরমোনের সমস্যা, সঠিক পরিচ্ছন্নতা বিধি মেনে না চলা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি কারণে ব্রণ হতে দেখা যায়।
অনেকের ধারণা, কেবল বয়ঃসন্ধিতেই ব্রণের সমস্যা হয়। তবে প্রাপ্তবয়স্কদেরও অনেক সময় ব্রণের সমস্যা হতে দেখা যায়। এর কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহরান হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, সিটি হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রাপ্তবয়স্কদের ব্রণের সমস্যা হয় কেন?
উত্তর : প্রাপ্তবয়স্কদের মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রণ ওষুধের কারণে এমন হতে পারে বা অন্যান্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ব্রণ হতে পারে। অথবা বিভিন্ন ধরনের কসমেটিকস, বিভিন্ন মেকআপ, রং ফর্সাকারী ক্রিম (এগুলোতে স্টেরয়েড থাকে)—এগুলো ব্যবহারের কারণে প্রাপ্তবয়স্কদের ব্রণ হওয়ার আশঙ্কা থাকে।