মাথায় উকুন হলে কী করবেন?
মাথায় উকুন হওয়ার এই রোগটির নাম পেডিকুলোমিস ক্যাপিটাস।
মাথায় উকুন হলে কী করবেন
- প্রথমত, একই বিছানায় ঘুমানো এবং একই চিরুনি ব্যবহার করেন এমন সবাইকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে।
- পরমেথ্রিন ৫ শতাংশ ক্রিম, যেমন—লরিক্স ক্রিম গোসলের আগে ১০/১৫ মিনিট ধরে মাথায় লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর চুল শুকিয়ে উকুন আনার চিরুনি দিয়ে ভালোভাবে মাথা আঁচড়াবেন। একই ব্যবস্থা সাত দিন পর আবার নিতে পারেন।
- মাথায় ঘা বা পুঁজ থাকলে উকুনের ওষুধ দেওয়ার এক সপ্তাহ আগে অ্যান্টিবায়োটিক খেয়ে ঘা শুকিয়ে নিতে হবে। এমন অবস্থায় একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
কী করবেন না
- উকুন বেশিদিন পুষে রাখবেন না, এতে করে মাথায় ঘা হবে।
- অযথা মাথা কামাবেন না, তার চেয়ে বরং উকুনের ওষুধ ব্যবহার করুন।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।