ত্বকের যত্নে লেজারের ভূমিকা কী?
লেজার আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি। ত্বকের চিকিৎসা ও সৌন্দর্য বাড়াতে লেজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪৪তম পর্বে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল বিডির ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : লেজার বলতে আমরা কী বুঝি?
উত্তর : লেজার এক ধরনের আলোকরশ্মি, লাইট। লেজার এক ধরনের আলো, যেটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
এখন প্রশ্ন হতে পারে, চিকিৎসাবিজ্ঞানে দিনে দিনে কেন এর চাহিদা বাড়ছে। আর ত্বকের সঙ্গে এর সম্পর্ক কী?
প্রশ্ন : ত্বকের ক্ষেত্রে লেজারের কার্যকারিতা কী?
উত্তর : আমরা যারা এসথেটিক মেডিসিনে কাজ করছি, সব সময় চেষ্টা করি নতুন কোনো প্রটোকল নিয়ে আসতে। সেখানে লেজার একটি আশ্চর্য ভূমিকা রাখছে। আমরা যদি ভাবি যে লেজার কেবল ত্বকের সৌন্দর্যে ব্যবহৃত হয়, ধারণাটি ভুল। লেজার ত্বকের বিভিন্ন রোগ সারতেও ব্যবহৃত হয়। ত্বকের যত্নে এর একটি ভালো ভূমিকা রয়েছে।