ত্বকে লোমের গোড়া পেকে পুঁজ হলে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/04/photo-1522817066.jpg)
ত্বকে লোমের গোড়া পেকে পুঁজ হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ দেখাবেন। ছবি : সংগৃহীত
ত্বকের লোমের গোড়া পেকে পুঁজের সমস্যাকে বলা হয় ক্রনিক ফলিকিউলিটিস। লোমের গোড়ায় অবস্থিত গ্রন্থি প্রদাহের কারণে এমনটি হয়।
হলে কী করবেন
- অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞকে দেখাবেন।
- প্রতিদিন গোসলের ১/২ ঘণ্টা আগে আক্রান্ত স্থানে বিটেইন ওয়েন্ট মেখে গোসল করলে উপকার পেতে পারেন। ওষুধ ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে।
- ভালো হয়ে যাওয়ার পরও উপরোল্লিখিত ওষুধটি সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করবেন।
কী করবেন না
- নিজে নিজে খুঁচিয়ে পুঁজ বের করার চেষ্টা করবেন না।
- এবার ভালো হয়ে গেলে আলসেমি করে আক্রান্ত জায়গায় বিটেইন ওয়েন্ট লাগানো বন্ধ করবেন না।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।