রম্য
মশা তাড়াতে স্পাইডারম্যান
স্পাইডারম্যান (ইংরেজি : Spiderman—মাকড়সামানব) হলো একটি কাল্পনিক কমিক চরিত্র। প্রিয় পাঠক, পৃথিবী বিখ্যাত সাড়াজাগানো চরিত্র স্পাইডারম্যানের কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছে হাস্যরস। আসুন, সময় নষ্ট না করে পড়ে ফেলি।
হাস্যরস : কেমন আছেন মামা?
স্পাইডারম্যান : আমি আপনার মামা হলাম কী করে?
হাস্যরস : আমাদের দেশে বস পাবলিকদের আদর করে মামা ডাকা হয়।
স্পাইডারম্যান : আমি ক্যামনে বস পাবলিক হইলাম?
হাস্যরস : শুনলাম, আপনি ঢাকায় আসছেন?
স্পাইডারম্যান : মশা তাড়াতে ঢাকায় আসতেছি।
হাস্যরস : তার জন্য আপনাকে বস পাবলিক বললাম। তো মশা তাড়াইছেন?
স্পাইডারম্যান : সেই দুঃখের কথা আর বইলেন না। মশা তাড়ানো দূরের কথা, মশার কামড় থেকে বাঁচতে পারছি না। এ মশা কেমন মশা, চোখের ভেতরেও কামড়ে ধরে?
হাস্যরস : কয়েল জ্বালায় দেখেন, মশা মরে যাবে।
স্পাইডারম্যান : গতকাল রাতে মশার কয়েল জ্বালাইছি। কিন্তু দুঃখজনক ব্যাপার, দুটা মশা দেখি কয়েলের আশপাশে ঘোরাঘুরি করতেছে। বুঝলাম, এরা নেশাখোর মশা। কয়েলের ধোঁয়া দিয়ে নেশা করতেছে। সঙ্গে সঙ্গে কয়েল বন্ধ করলাম।
হাস্যরস : এখন উপায়?
স্পাইডারম্যান : সেটা জানার জন্য আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু আপনি মাঝখান দিয়ে সাক্ষাৎকার নিয়ে নিলেন।
হাস্যরস : বাংলাদেশে মশা বাড়ার কারণ কী বলে আপনার মনে হয়?
স্পাইডারম্যান : কারণ বলা যাবে না। কারণ বললে চাকরি থাকবে না।