রম্য
সুখী হওয়ার পাঁচ ফর্মুলা
আজ ২০ মার্চ, সুখ দিবস। সবাই সুখী হতে চায়। এ জন্য এই দিবস উপলক্ষে ‘সুখী হওয়ার পাঁচ ফর্মুলা’ বাতলে দিচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
* নিজের সন্তানের নাম রাখুন ‘সুখ’। সন্তান আপনার আশপাশে থাকবে। এতে আপনি চারপাশে ‘সুখ অনুভব’ করবেন।
* বিয়ে করা থেকে বিরত থাকুন। কারণ বিবাহিতদের মতে, বিয়ের পর বছর দুয়েক সুখে কাটলেও এরপরই নাকি জীবন ‘প্যারাময়’ হয়ে ওঠে।
* যে মেয়ের নাম সুখী বা সুখ, তাকে বিয়ে করুন। তাতে আপনি অতিসহজেই ‘সুখপতি’ হয়ে যাবেন।
* বাজারে যাবেন না। কারণ বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম শুনে আপনার মনে অশান্তি তৈরি হবে, আপনি অসুখী হবেন।
* ‘একা থাকুন, সুখে থাকুন’—এ স্লোগান মনে রাখুন। ধরুন, আপনি প্রেম করেন। আপনি সুখেই আছেন, কিন্তু প্রেমিকার সঙ্গে কথা বলতে গিয়ে শুনলেন সে কোনো কারণে অসুখী। এতে কিন্তু আপনার মনের সুখও উড়াল দেবে।