এবার পরিসংখ্যান নিয়ে কোচ হওয়ার লড়াইয়ে ম্যারাডোনা
নিঃসন্দেহে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। দুবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান এই মহানায়ক। এর মধ্যে ১৯৮৬ সালের বিশ্বকাপে দেশকে শিরোপাও জেতান তিনি। তবে দেশের কোচ হিসেবে ততটা সফল ছিলেন না এই ফুটবল ঈশ্বর। ২০১০ সালে ম্যারাডোনাকে কোচের পদ থেকে সড়ানোর পর পাঁচজন কোচ বদল করেছে আর্জেন্টিনা। এবার ধুঁকতে ধুঁকতে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। তবে দেশটির দুর্দশা শেষ হয়নি। মঙ্গলবার প্রীতি ম্যাচে পুঁচকে নাইজেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে বিশ্বকাপের রানার আপ দলটি।
নাইজেরিয়ার বিপক্ষে হারের পর দারুণ ক্ষুব্ধ হয়েছেন ম্যারাডোনা। হারের কারণে দেশটির কোচ ও ফুটবল ফেডারেশনকে এক হাত নিয়েছেন তিনি। দলের এমন দুর্দশায় আবার কোচ হওয়ার ইচ্ছেব্যক্ত করেছেন ম্যারাডোনা।
আবার আর্জেন্টিনার কোচ হতে চেয়ে ইনস্ট্রাগ্রামে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন ম্যারাডোনা। নিজের পরিসংখ্যানে ম্যারাডোনা দেখিয়েছেন তিনিই আর্জেন্টিনার সবচেয়ে সফল কোচ। তাঁর অধীনে ২৪টি ম্যাচের মধ্যে ১৮টিতেই জিতে আর্জেন্টিনা। সাফল্যের হার ৭৫ শতাংশ। ছবির ক্যাপশনে ম্যারাডোনা বলেন, ‘দেখুন, কার জয় বেশি? বিষয়টার শেষ হওয়া দরকার। আমি খেলোয়াড়দের দোষ দিচ্ছি না। তবে আমাদের ফুটবল ধ্বংসের দিকে যাচ্ছে। আমি আবার জাতীয় দলের দায়িত্ব নিতে চাই।’
ম্যারাডোনা তাঁর পরিসংখ্যানে দেখিয়েছেন, জয়ের সংখ্যার দিক থেকে আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ম্যাচ জিতিয়েছেন মার্সেলো বিয়েলসা। ১৯৯৮-২০০৪ পর্যন্ত আর্জেন্টিনা ৬৮ ম্যাচ খেলেছে বিয়েলসার অধীনে। ৪২টি ম্যাচে জেতে বিয়েলসার দল। পরের নামটি সিজার লুই মেনোত্তির। ১৯৭৪-৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন মেনোত্তি। এই নয় বছরে মেনেত্তির অধীনে ৭৮ ম্যাচ খেলে ৪২টিতেই জিতেছে আর্জেন্টিনা।
২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ৪-০ গোলে হারের পর তাঁকে জাতীয় দলের কোচ থেকে বরখাস্ত করা হয়। ম্যারাডোনা আবার জাতীয় দলের দায়িত্ব পাবেন কি না সেটা সময়ই বলে দেবে তবে কোচ হিসেবে ক্যারিয়ারটা মোটেও সমুদ্ধ নয় তাঁর।
আর্জেন্টিনা জাতীয় দলের পর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের দায়িত্ব নিয়েও ব্যর্থ হন তিনি। পরের মৌসুম শুরুর আগেই তাঁকে বরখাস্ত করা হয়। তবে কোচিংয়ের ভূতটা মাথা থেকে নামেনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতেই কোচ হচ্ছেন ম্যারাডোনা। দেশটির দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরার কোচ হয়েছেন আর্জেন্টাইন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।