আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছেন মাশরাফি
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে। ত্রিদেশীয় সিরিজে আগামীকাল শুক্রবারের নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাভাবিক কারণে এগিয়ে থাকবে লাল-সবুজের দল। তারপরও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খুবই সতর্ক।
ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সর্বশেষ দেখা হয়েছিল লঙ্কানদের ডেরায়ই। গত বছরের মার্চে থারাঙ্গাদের মাঠে ১-১ সমতায় বাংলাদেশ শেষ করেছিল ওয়ানডে সিরিজ।
দীর্ঘদিন পর এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কিছুটা সতর্ক থাকলেও তাদের বিপক্ষে সাফল্যে খুবই আত্মবিশ্বাসী মাশরাফি, ‘জিম্বাবুয়ে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে, আমাদের সেভাবে খেলতে হবে। ওরা যে ক্রিকেট খেলেছে, নির্দিষ্ট দিনে এমন ক্রিকেট না খেলে জেতা সম্ভব না। আমাদের সঙ্গে শ্রীলঙ্কা এমন খেলতে পারে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যেন এমন পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর জিম্বাবুয়ে যে ক্রিকেটটা খেলেছে আমাদের জিততে হলে তেমনই খেলতে হবে।’
আগের ম্যাচে ভালো সংগ্রহই গড়েছিল জিম্বাবুয়ে, করেছিল ২৯০ রান। জবাবে শ্রীলঙ্কা করে ২৭৮ রান। আত্মবিশ্বাসী ৩০০ রানের চৌকাঠ মাড়াতে, ‘প্রথম ম্যাচে যদি দেখেন, আমরা কিন্তু প্রায় ৩০০ রান চেজ করার মতো অবস্থানে ছিলাম। অবশ্যই এই ধরনের জয় বাড়তি একটা অনুপ্রেরণা দেয়। আশা করব, যারা নট আউট ছিল তাদের আত্মবিশ্বাস ওই পর্যায়ে থাকবে। আর যারা আউট হয়েছে, তারাও খারাপ করেনি।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষে শ্রীলঙ্কা বিপক্ষে। খেলাটি শুরু হবে দুপুর ১২টায়।