হাথুরুকে নিয়ে মোটেও ভাবছে না বাংলাদেশ
বেশ কিছুদিন বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর অধীনে দারুণ কিছু সাফল্য পেয়েছিল লাল-সবুজের দল। সে তিনিই এবার প্রতিপক্ষ শিবিরে। সাবেক কোচের বিপক্ষে লড়াই, তাই বিষয়টাকে দূরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাবেক এই কোচকে নিয়ে আলাদা করে কিছু ভাবতে চান না তাঁরা।
আগামীকাল শুক্রবার সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই ম্যাচে আলাদা করে চমক দেওয়ার কিছু নেই। আমরা যেভাবে খেলতাম, সেভাবেই খেলব। হাথুরুসিংহে থাকতেও বলতাম আমরা আত্মবিশ্বাস ও স্বাধীনতা নিয়ে ক্রিকেট খেলতে চাই। প্রায় আড়াই বছর পর বিজয় দলে এসে যেভাবে খেলছে, আমরা ঠিক এটাই চাই। ভয়হীন ক্রিকেট খেলুক সবাই।’
হাথুরুসিংহের দলের বিপক্ষে যখন লড়াইটা, তাই বাড়তি চাপ থাকতেই পারে টাইগারদের ঘাড়ে। এবার মাশরাফি দলকে রাখতে চাইলেন একটু নিরাপদেই, ‘আমাদের সবসমই ভাবনায় থাকে ম্যাচ জিততে হবে। এর বাইরে কোনো চিন্তা করার সুযোগ নেই। চিন্তা করলে বেশি চাপ আসে। আমার কাছে মনে হয় খেলার দিকেই সবার মনোযোগ। সেটাই আছে। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই পরের ম্যাচে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের লড়াইটা অনেকটা হাথুরুসিংহের সঙ্গেও। এটা অন্যরকম চ্যালেঞ্জ কি না এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে চ্যালেঞ্জ সব জায়গাতেই থাকে। হাথুরুসিংহে যখন এখানে ছিল, তখন তার ওপর এক রকম চ্যালেঞ্জ ছিল। এখন সে নেই, শ্রীলঙ্কা দলের দায়িত্বে। এখন তার আরেক রকম চ্যালেঞ্জ। আমাদের জন্যও বিষয়টা চ্যালেঞ্জের।’