বার্সার সঙ্গে নতুন চুক্তি করেছেন পিকে
১৯৯৭ সালে মাত্র ১০ বছর বয়সে জেরার্ড পিকে যোগ দেন বার্সেলোনার বয়সভিত্তিক দলে। কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন বিভিন্ন পর্যায়ে। অবশ্য ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা হয় তাঁর। পেপ গার্দিওলা কোচ থাকার সময়ে ২০০৮ সালে রক্ষণভাগ সামলানোর দায়িত্বে ফিরে আসেন বার্সেলোনায়। সেই থেকে কাতালান ক্লাবটির সঙ্গে জুড়ে আছে জেরার্ড পিকের নাম। চুক্তির মেয়াদ বাড়িয়ে আরো চার বছর বার্সেলোনায়ই কাটাবেন স্পেনের জাতীয় দলের এই তারকা ফুটবলার।
২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বার্সেলোনা। পিকের রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।
একটি ক্লাবের পক্ষে যা কিছু অর্জন করা সম্ভব, সবই পেয়েছেন তিনি। ছয়টি লা লিগা টাইটেল, পাঁচটি কোপা ডেল রে ট্রফি, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ ও তিনটি ক্লাব বিশ্বকাপ ঝুলিতে জমা হয়েছে তাঁর।
বার্সেলোনার হয়ে জেরার্ড পিকে ৪২২ ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ৩৭টি।