জিম্বাবুয়ের ঘরোয়া লিগে দুর্নীতির কালো ছায়া
জিম্বাবুয়ের বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটের অবস্থা খুব একটা ভালো নয়। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে জিতলেও বাংলাদেশের কাছে হেরে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে। জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে দলও সন্তুষ্ট নয় । দলের এমন অবস্থার মধ্যে দেশটির ঘরোয়া লিগেও ঘনিয়েছে দুর্নীতির কালো ছায়া।
হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাজন নায়ার আইসিসির দুর্নীতিবিরোধী নিয়মাবলি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে যে, তিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন ক্রিকেটারকে ৩০ হাজার ডলার প্রদানের মাধ্যমে অন্যায়ভাবে খেলায় প্রভাব বিস্তার করেছেন।
আইসিসির অধ্যাদেশ ২.১.১ ধারায় (আন্তর্জাতিক ক্রিকেটে অন্যায়ভাবে কোনো খেলোয়াড়কে খেলার উন্নতি, অবনতি কিংবা অন্য কোনোভাবে প্রভাবিত করা) তিনি অভিযুক্ত হয়েছেন এবং হারারে ক্লাবটি তাকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
গত বছরের অক্টোবরে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে প্রলোভনের মাধ্যমে নায়ার যখন দুর্নীতি করতে উদ্বুদ্ধ করেন, তখন আইসিসি থেকে জানানো হয়, দুর্নীতিবিরোধী একটি টিম জিম্বাবুয়ের দিকে নজর রাখছে। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ খানের দুর্নীতির বিষয়টিও অক্টোবরেই আলোচনায় আসে।