'তুমি যোগ্য, উপভোগ করো'
বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পেসার রুবেল হোসেন। চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি। দারুণ এই অর্জনের জন্য সতীর্থদের কাছ থেকে এবার উপহার পেলেন তিনি। আজ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে রুবেলের হাতে একটি স্মারক উপহার তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ড্রেসিংরুমের সামনে মাশরাফি ও সতীর্থরা মিলে রুবেলের হাতে এই স্মারক তুলে দেন। রুবেল দেওয়া স্মারকে লেখা, ‘তুমি এর যোগ্য, উপভোগ করো।'
ক্যারিয়ারের ৮১তম ম্যাচে রুবেল তেন্দাই চাতারাকে বোল্ড করে নিজের ১০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। অবশ্য সে ম্যাচে দুই উইকেট পান তিনি।
এর আগে ১০০-এর বেশি উইকেট নিয়েছেন আরো চার বাংলাদেশি বোলার। মাশরাফি ২৩২, সাকিব আল হাসান ২২৯, আবদুর রাজ্জাক ২০৭ ও মোহাম্মদ রফিক ১১৯ উইকেট নেন।
রুবেলের মাইলফলকের দিনে বাংলাদেশ দারুণ জয় পেয়েছিল। জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছিল। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কেমন করেন তিনি, সেটাই এখন দেখার।
ওয়ানডেতে ১০০ উইকেট পেলেও ২৫ টেস্টে ৩৩ এবং ১৬ টি-টোয়েন্টিতে ১৫ উইকেট পান রুবেল।