সাফল্যে উচ্ছ্বসিত সাকিব
নতুন বছরের শুরুতে সাকিব আল হাসান যেন আরো উজ্জ্বল। ব্যাট এবং বল হাতে দারুণ সব সাফল্য পাচ্ছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। পাশপাশি নতুন একটি কীর্তিও গড়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক।
এমন সাফল্যে স্বাভাবিক কারণে খুবই খুশি সাকিব। অবশ্য বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের চাওয়া এমন ধারাবাহিকতা ধরে রাখা। আজ শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেনও তিনি, ‘দলের জন্য অবদান রাখতে পারলে সবসময়ই ভালো লাগে। চেষ্টা করব আরো যত বেশি অবদান রাখা যায়।’
বিশেষ করে শেষ দুই ম্যাচের পারফরম্যান্সেও বেশ সন্তুষ্ট সাকিব, ‘শেষ দুটি ম্যাচে ব্যাট ও বল হাতে বেশ ভালো সময় যাচ্ছে। এটা ভালোলাগারই বটে। এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা থাকবে।‘
শ্রীলঙ্কার বিপক্ষে এদিন যেভাবে খেলছিলেন সাকিব, আরো কিছুক্ষণ উইকেটে থাকলে সেঞ্চুরিটাও করতে পারতেন। অবশ্য ৬৭ রান করে ফিরে গিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আউট হলে তো হতাশা কাজ করবেই। সেটা যত রান করেই ব্যাটসম্যান আউট হোক না কেন। সেরকম হতাশাই ছিল, বেশি কিছু না।’
সাকিব ৫১টি টেস্ট খেলে ৫ সেঞ্চুরি ২২ হাফসেঞ্চুরিতে ৩৫৯৪ রান করেন। ১৮২টি ওয়ানডতে ৭টি সেঞ্চুরি ও ৩৬ হাফসেঞ্চুরিতে ৫১৮৪ রান এবং ৬১ টি-টোয়েন্টিতে ১২২৩ রান করেন। যাতে ছয়টি হাফসেঞ্চুরি রয়েছে। সব মিলিয়ে তাঁর মোট রান ১০,০০১।