এই প্রতিযোগিতা উপভোগ করছেন সাকিব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/20/photo-1516433315.jpg)
শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন নেমেছিলেন প্রতিযোগিতায়। কে কার চেয়ে বেশি রান করে দলের জয়ে অবদান রাখতে পারেন সেই মধুর প্রতিযোগিতায়। একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। শেষপর্যায়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে সাব্বির রহমানও দেখিয়েছিলেন ঝড়ো ব্যাটিংয়ের ঝলক। দলের মধ্যে এই দারুণ প্রতিযোগিতায় ভীষণ খুশি সাকিব। এই মধুর প্রতিযোগিতা যেন চলতে থাকে, সেই কামনাই করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তামিম, সাকিব, মুশফিক তিনজনই একসঙ্গে জ্বলে উঠেছিলেন শ্রীলঙ্কা বধের নেশায়। এর আগে একই ম্যাচে ২০০৭ সালে ভারত এবং ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে এই তিনজনই অর্ধশতকের বেশি রান করেন। গতকাল তৃতীয় বারের মত তারা এই মাইলফলক স্পর্শ করেন। মজার ব্যাপার হচ্ছে প্রতিবারই তিনজনের ব্যাটিং ণৈপুন্যে বাংলাদেশ জিতে যায়।
তামিম, সাকিব, মুশফিক তিনজনই বাংলাদেশের টেস্ট ও ওয়ানডেতে ব্যাটিং ভরসার নাম। তামিম দুই ফরম্যাটেই এগিয়ে। কাছাকাছি ব্যবধানে সাকিব ও তামিম রয়েছেন টি টোয়েন্টিতে।
সাকিব বলেন তিনি সবসময় দেখেন তামিম ও মুশফিক তার কতটা কাছাকাছি আছেন। রান তোলার এই প্রতিযোগিতা রানের প্রতি তাদের ক্ষুধা বাড়িয়ে তোলে এবং আরও ভালো ব্যাটসম্যান হতে সাহায্য করে। সাকিব বলেন, “ দলের মধ্যে রান তোলার ক্ষেত্রে সবসময় একটা সুস্থ প্রতিযোগিতা চলে এবং আমরা স্কোরকার্ডে দেখি কে কত রান করল। দলের ভালোর জন্য এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”
সাকিব মনে করেন এই প্রতিযোগিতা দলের জন্য খারাপ না। তিনি বলেন, “ সবারই নিজের প্রতি প্রত্যাশা থাকে। প্রত্যাশা পূরণ হলে সেটা দলের জন্যই ভালো। আমরা কেউ কারো খারাপ চাই না। কিন্তু একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার মনোভাব মন্দ নয়। তাতে দলীয় রান বেড়ে যাওয়ার সুযোগ থাকে।”
গতকাল শ্রীলঙ্কার সাথে ম্যাচে বোলার হিসেবেও সাকিব নিজের নামের প্রতি সুবিচার করেছেন। পেয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারটাও তার ঝুলিতে। ব্যাটিং, বোলিং সর্বোপরি অলরাউন্ডার হিসেবে দারুন ফর্মে আছেন সাকিব।