হাথুরুর জন্য সময় চাইছেন পেরেরা

হুট করেই বাংলাদেশ দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কাউকে না জানিয়ে হঠাৎ করে শ্রীলঙ্কা দলের কোচ হওয়ার সিদ্ধান্তে বেশ সমালোচিত হন তিনি। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো সংবাদ সম্মেলনে বলেই ফেলেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে এত দিন একসাথে ছিলাম অথচ দল ছেড়ে যাওয়ার ব্যাপারে কিছুই টের পেলাম না।’
সেই হাথুরুর প্রথম সফর পড়ল কি না বাংলাদেশেই। হাথুরুর নতুন দল নিয়ে প্রত্যাশার মাত্রা যেমন বেশি ছিল, ঠিক তেমনি বাংলাদেশের সামনে ছিল দেখিয়ে দেওয়ার চ্যালেঞ্জ। বাংলাদেশের ক্রিকেটাররা কাজটা সুনিপুণভাবে করলেও হাথুরুর জন্য এই সফর হতাশারই বটে। গতকাল বাংলাদেশের সাথে ১৬৩ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ার আগের ম্যাচে জিম্বাবুয়ের সাথে ১২ রানে হেরে যায় দলটি। হাথুরু কি তবে ঠিক মানিয়ে নিতে পারছেন না?
শ্রীলঙ্কা দলের অলরাউন্ডার থিসারা পেরেরা অবশ্য এমনটা মনে করছেন না। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা এই ক্রিকেটার মনে করছেন অলৌকিক কোনো জয়ের অপেক্ষা না করে হাথুরুসিংহকে আরো সময় দিতে হবে।
এ ব্যাপারে পেরেরা বলেন, 'আমার মনে হয়, তিনি দলে আসা আমাদের জন্য বাড়তি পাওয়া। চন্ডিকা বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। আমি ২০১১-১২ সালে 'এ' দলের হয়ে তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁকে সময় দিতে হবে। কেউই অলৌকিক কিছু ঘটাতে পারবে না। আমার মনে হয়, নতুন কোচকে নিয়ে ভালো কিছু করতে সময় লাগবে।'
দুটো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে কি ছিটকে পড়ল শ্রীলঙ্কা? পেরেরা অবশ্য এমনটা মনে করেন না। তিনি বলেন, ‘ক্রিকেটে এমন ঘটতেই পারে। তবে পরের দুটো ম্যাচে ফিরে আসার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’