কোয়ার্টার ফাইনালে আবারও বাংলাদেশ-ভারত মহারণ
২০১৫ বিশ্বকাপের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে প্রথমবারের মত টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ দল। মাশরাফির বাংলাদেশ সেবার কোয়ার্টার ফাইনালে পেয়েছিল ধোনির ভারতকে। বছর তিন পর ছোট টাইগাররাও যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামছে সেই ভারতেরই বিপক্ষে!
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সেই ম্যাচটা নিয়ে খেলা শুরুর আগে যতটা কথা হয়েছে পরে হয়েছে বেশি। রুবেলের বলে ইয়ান গোল্ডের অদ্ভুত এক ‘নো’ বল ডাকা কিংবা শেখর ধাওয়ানের পাজামাটা সীমানাটা ছুঁয়ে দেয়ার পরেও রিয়াদকে আউট ঘোষণা করা- সবই ছিল সে ম্যাচে আলোচনার রসদ। অনূর্ধ-১৯ বিশ্বকাপে সাইফ হাসান আর পৃথ্বী শ’র দলের লড়াইয়ের আগে তাই একটু হলেও উপরে উঠবে উত্তেজনার পারদ।
শনিবার কানাডা যুবদলকে ইংল্যান্ড বিশাল ব্যবধানে পরাজিত করার পরপরই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত আগামী শুক্রবার মুখোমুখি হবে ‘সি’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশের। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড।
কুইন্সটাউনে কানাডা দলের বোলিংকে নিয়ে ছেলেখেলা করা ইংল্যান্ড থামেনি কানাডার ব্যাটিংয়ের সময়ও। ৩৮৩ রানের পাহাড়সম সংগ্রহ গড়ার পরে কানাডাকে ১০১ রানেই গুটিয়ে দেয় ইংলিশ বোলাররা। ব্যাট হাতে জোড়া শতক হাঁকান লিয়াম ব্যাংকস আর উইল জ্যাকস। প্রেম সিসোদিয়া ইংলিশদের পক্ষে নিয়েছেন তিন উইকেট।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালগুলোঃ
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ-১৯ (২৩ জানুয়ারী)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ (২৪ জানুয়ারী)
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ-১৯ (২৫ জানুয়ারী)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯ (২৬ জানুয়ারী)