জিম্বাবুয়েকে ১৯৮ রানে বেঁধে ফেলল শ্রীলঙ্কা
দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার অবস্থা তেমন। শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে লঙ্কানদের। দারুণ নৈপুণ্য দেখিয়ে সেই কাজটা সহজ করে রাখলেন শ্রীলঙ্কার বোলাররা। ত্রিদেশীয় সিরিজের বাঁচা-মরার লড়াইয়ে জিম্বাবুয়েকে ১৯৮ রানে বেঁধে রেখে ম্যাচের আশা বাঁচিয়ে রাখলেন পেরেরারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুটা ভালো করলেও জিম্বাবুয়ে শিবিরে কালো ছায়া হয়ে আসেন পেরেরা। দলীয় ৪৪ রানে উপুল থারাঙ্গার দারুণ ক্যাচে হ্যামিল্টন মাসাকাদজাকে ২০ রানে সাজঘরে ফিরিয়ে দারুন সূচনা করেন তিনি। এরপর দলীয় ৪৯ রানে পেরেরার কাছেই ক্রেইগ অরভিন (২) ও ৫৬ রানে সলোমন মায়ার (২১) উইকেট বিসর্জন দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ১৭তম ওভারে সিকান্দার রাজাকে (৯) ফিরিয়ে জিম্বাবুয়ে শিবিরে চতুর্থ আঘাত হানেন লক্ষ্মণ সান্দাকান। ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সান্দাকান সে চেষ্টা সফল করতে দেননি। তার দ্বিতীয় উইকেটের শিকার হন ম্যালকম ওয়ালার (২৪)। এক রানের ব্যবধানে পিজে মুর বিদায় নিলে ব্রেন্ডন টেলর নিজের অর্ধশতকের মাধ্যমে কিছুটা প্রতিরোধ করলেও পরের তিনজনই মাঠে আসা যাওয়া করছিলেন। জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় ১৯৮ রানে।
শ্রীলঙ্কার থিসারা পেরেরা চারটি, নুয়ান প্রদীপ তিনটি ও সান্দাকান দুটি উইকেট লাভ করেন।
টানা দুটি জয় দিয়ে দাপুটে ভঙ্গিতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম দুটি ম্যাচ হেরে শ্রীলঙ্কা পড়েছে বিদায় নেওয়ার শঙ্কায়। ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখার জন্য আজ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের।