তামিমের থেকে শিখছেন এনামুল

প্রায় তিন বছর জাতীয় দলে ছিলেন না এনামুল হক বিজয়। আর এই তিন বছরে দারুণ ব্যাটিং করে তামিম ইকবাল নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। সাফল্যের পথ খুঁজে নিতে বিজয় তাই এখন তামিমের শরণাপন্ন হয়েছেন। শিখছেন তাঁর উদ্বোধনী জুটির সঙ্গী তামিমের থেকে।
এই শুক্রবারেই শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে এনামুল ছুঁয়েছেন ওয়ানডেতে হাজার রানের মাইলফলক। উইকেটে টিকতে পারলে বড় ইনিংস যে এই ডানহাতি ব্যাটসম্যান খেলতে পারেন, সেটার প্রমাণ দিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই।
এখন পর্যন্ত বিজয়ের ঝুলিতে জমা আছে ছয়টি অর্ধশতক আর তিনটি শতরানের ইনিংস। ইনিংস বড় করার ক্ষেত্রেও উদ্বোধনী এই ব্যাটসম্যান আদর্শ মানছেন তামিমকেই। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বড় ইনিংস খেলা একটা অভ্যাসের ব্যাপার। তামিম ভাইকে দেখলে বুঝতে পারি। তিনি ২০১৫ সাল থেকে যেভাবে বড় ইনিংস খেলে যাচ্ছেন, আমার মনে হয়, জুনিয়র ব্যাটসম্যান হিসেবে এটা আমার জন্য শিক্ষণীয় ব্যাপার। আমার মনে হয়, বড় ইনিংস খেলা সম্ভব।’
দুজন মিলে মোট ২১ বার জুটি গড়েছেন ইনিংসের গোড়াপত্তনে। দেখা পেয়েছেন দুই সেঞ্চুরির সঙ্গে তিন অর্ধশতকেরও। তামিমের সঙ্গে ব্যাট করতে যে এনামুল খুব উপভোগ করেন, সেটা আর বলার অপেক্ষাই রাখে না, ‘তামিম ভাই সব সময় খুব সমর্থন করেন। টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম ভাইয়ের চেয়ে সহায়ক কেউ নেই। বাংলাদেশে এত বড় একজন ওপেনার জন্ম নিয়েছেন, এটা বিরাট ব্যাপার।’
ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচেই সুন্দর শুরুর পরেও এনামুলের ইনিংস দুটি থমকে গিয়েছে অর্ধশতকেরও আগে। এনামুল বলছেন, তার থেকে দলের চাওয়াটাই ছিল প্রথম ১০ ওভারে একটা উড়ন্ত সূচনা এনে দেওয়া, ‘তামিম ভাইয়ের সঙ্গে অনেক দিন পর ব্যাটিং করতে পেরে খুব ভালো লাগছে। যেভাবে দল চায় সেভাবেই খেলতে চাচ্ছি আমি। অবশ্যই ইনিংসগুলো বড় হলে খুব ভালো লাগবে।’