ইনজুরিতে আবার মাঠের বাইরে নেইমার

সদ্যই ইনজুরি থেকে মাঠে ফিরেছিলেন নেইমার। এক ম্যাচে চার গোল করে দিয়েছিলেন দারুণ ফর্মের ইঙ্গিত। কিন্তু আবারও চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যেতে হলো ব্রাজিলিয়ান এই তারকাকে।
বেশ কিছুদিন ধরেই ইনজুরি আর নানাবিধ বিতর্কের ঘেরটোপে আটকে আছেন নেইমার। পাঁজরের পর এবার ঊরুর চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে লিঁওয়ের বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি)।
পাঁজরের চোটের কারণে ফরাসি লিগের ম্যাচে নঁতের বিপক্ষে মাঠে নামা হয়নি পিএসজির সেরা তারকা নেইমারের। পরের ম্যাচে দিঁজোর বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, সেই শঙ্কাও ছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে মাঠে নেমে দুর্দান্ত হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন তিনি। তার দুর্দান্ত নৈপুণ্যে ভর করে পিএসজিও ওই ম্যাচে পায় ৮-০ গোলের দাপুটে এক জয়।
কিন্তু এক ম্যাচ পরেই আবার ইনজুরির কারণে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে নেইমারকে। তবে পিএসজির আশা, ইনজুরি কাটিয়ে খুব শিগগির মাঠে ফিরবেন এই তারকা।