সাজঘরের বদলই এনামুলের প্রেরণা
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে তামিম ইকবালের সঙ্গে ব্যাটিংয়ের উদ্বোধন করার প্রস্তুতি নিচ্ছিলেন এনামুল হক বিজয়। কিন্তু নেলসনের মাঠে সীমানায় ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে চলে যান দলের বাইরেই। সেই যে গেলেন, ফিরলেন এবারের ত্রিদেশীয় সিরিজে। প্রায় তিন বছর ওয়ানডের জার্সি চাপিয়ে মাঠে নামা এনামুল ড্রেসিংরুমে দেখছেন পরিবর্তন।
বিরতিটা বেশ বড়ই ছিল। মাঝে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে ফিরেছিলেন দলে, তাও সেই ২০১৫ সালে। এত দিন পর দলে ফিরে সাজঘরটা আবিষ্কার করছেন নতুন উচ্চতায়।
এমন আত্মবিশ্বাসী একটা ড্রেসিংরুমে থাকলে সে হাওয়া যে এনামুলের গায়েও লাগবে সেটাই তো স্বাভাবিক, ‘আমরা সবাই এখন দল হিসেবে খেলছি। সবাই চেষ্টা করছে বাংলাদেশকে বড় জায়গায় নিয়ে যেতে। আমাদের দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন, যাঁরা একা হাতে ম্যাচ জেতাতে পারেন, যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এ ছাড়া সবাই স্বাধীনতা নিয়ে খেলছেন, যা খুব দরকার ছিল।’
এনামুল না থাকার এই কদিনে বাংলাদেশ দল ছাড়িয়ে গেছে নিজেদের। টাইগারদের ড্রেসিংরুমটায় এখন তারাদের ভিড়। সেই তারাদের আলো দেখে এনামুলের মনেও জেগেছে দ্যুতি ছড়াবার ইচ্ছে, ‘ড্রেসিংরুমে থাকলে একটা ভালো লাগা কাজ করে। তামিম ভাইয়ের ১১ হাজার রান, সাকিব ভাইয়ের ১০ হাজার রান, মুশফিক ভাইয়ের ৩০০ ম্যাচ, মাশরাফি ভাইয়ের নেতৃত্ব, রিয়াদ ভাইয়ের মতো দারুণ লড়াকু, মুস্তাফিজের মতো এ রকম একজন ক্রিকেটার, ড্রেসিংরুমটা এখন অনেক ভারী। যেখানে থাকলে মনে হয় আমাকেও আরো ভালো কিছু করতে হবে। ড্রেসিংরুমে থাকলে মনে হয়, বাংলাদেশ এখন অনেক বড়।’