দল খুশি তাই এনামুলও খুশি

জিম্বাবুয়ের বিপক্ষে কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে, এনামুল হক বিজয়ের দুটি ইনিংসই আভাস দিচ্ছিল বড় রানের। শেষমেশ অবশ্য এনামুল আর ইনিংসগুলো বড় করতে পারেননি। তবে, সে নিয়ে আক্ষেপ নেই এই ডানহাতি ব্যাটসম্যানের। দল যেভাবে চেয়েছে সেভাবে খেলা তো গেছে! এতেই তৃপ্ত এনামুল।
ত্রিদেশীয় সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফের দেখা যাচ্ছে এনামুলকে। তাঁর বিরুদ্ধে একটা অভিযোগ বেশ প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল। তিনি নাকি দলের চাওয়া অনুযায়ী খেলেন না। এই সিরিজের প্রথম দুই ম্যাচে এনামুল নেমেছিলেন সেই চ্যালেঞ্জ জয় করার মিশন নিয়ে।
বড় রান না আসুক, আপাতত দল যেভাবে চাইছে সেভাবে খেলেই সন্তুষ্ট এই উদ্বোধনী ব্যাটসম্যান। সিনিয়ররাও জুগিয়ে গেছেন সমর্থন। এনামুলও ভোলেননি কৃতজ্ঞতা জানাতে , ‘ দল যেভাবে চেয়েছে, সেভাবে চেষ্টা করছি। সবাই পাশে থাকছেন। সিনিয়ররা, তামিম ভাই থেকে শুরু করে মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই সবাই খুব সমর্থন করছেন। এটা খুবই ভালো লাগার বিষয়। আসলে সব সময় চেয়েছি দল যেভাবে চায় সেভাবে নিজেকে উজাড় করে খেলতে। দল যেহেতু খুশি আছে, তাই আমি নিজেও খুশি।’
সব সময় যে এমন মারমুখী এনামুলকেই দেখা যাবে সেরকম কিন্তু নয়। এনামুল জানালেন দল চাইলে বদলে ফেলবেন তাঁর খেলার ধরন, মানে যখন যেভাবে ব্যাট করা প্রয়োজন আর কি!
পরিস্থিতি অনুযায়ী খেলাটাই এখন এনামুলের চাওয়া, ‘আমি সব সময় চেয়েছি যেভাবে দল চায় সেভাবেই ব্যাটিং করতে। আমার খেলাটা আমি যেকোনো সময় পরিবর্তন করতে পারব। কোনো সমস্যা নেই। যদি দেখা যায় উইকেট অনেক তাড়াতাড়ি পড়ে গেছে, তখন যতুটুক পারব টেনে নেওয়ার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে যখন মারতে হবে, তখন চেষ্টা করব মারার। যদি টেস্ট ক্রিকেট হয় তাহলে চেষ্টা করব লম্বা সময় ব্যাটিং করার।’