মেসি-সুয়ারেজের জোড়া গোলে বার্সার বড় জয়
টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর আগের ম্যাচেই বার্সেলোনাকে মাটিতে নামিয়েছিল এসপানিওল। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সে ম্যাচে তাদের হারিয়ে দিয়েছিল ১-০ গোলে। লা লিগার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেও এর প্রভাব দেখা গিয়েছিল। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত তাদের আটকে রেখেছিল রিয়াল বেটিস। সে তারাই কি না শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতেছে।
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলের দারুণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অন্য গোলটি এসেছে ইভান রাকিটিচের পা থেকে।
ম্যাচের ৫৯ মিনিটে বার্সেলোনাকে গোলের সূচনা এনে দেন রাকিটিচ। মাঝমাঠ থেকে সুয়ারেজের পাসে বল পেয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকেই আড়াআড়ি শটে বল জাড়ান তিনি।
ব্যবধান দ্বিগুণ করতেও খুব বেশি সময় লাগেনি কাতালানদের। ৬৪ মিনিটে সার্জিও বুসকেটসের বাড়ানো বল ধরে দুর্দান্ত শটে গোল করেন মেসি।
বার্সেলোনার পক্ষে তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। ৬৯ মিনিটে রাকিটিচের বাড়ানো বলে উরুগুয়ের এই স্ট্রাইকার চমৎকার শটে গোলটি করেন।
৮০ মিনিটে ব্যবধান আরো বড় করেন মেসি। ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। লিগে এটি তাঁর ১৯তম গোল।
রিয়াল বেটিসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুয়ারেজ। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে দলের পক্ষে পঞ্চম এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি।
এই জয়ের সুবাদে ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তারা ১৭ ম্যাচ জিতেছে, তিন ম্যাচে ড্র করেছে, বাকি ম্যাচগুলোতে হেরেছে।
আসরে এর আগে প্রথম লেগেও এই দলের বিপক্ষে জয় পেয়েছিল বার্সেলোনা। সেবার তাদের ২-০ গোলে হারিয়েছিল।