আসল রিয়ালের দেখা পেল সমর্থকরা
অবশেষে চেনারূপে ফিরল রিয়াল মাদ্রিদ। লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল তারা। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে এই ম্যাচে শুধু জয়ই পায়নি তারা, প্রতিপক্ষকে একরকম উড়িয়ে দিয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে তারা।
গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের বিশাল জয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও নাচো ফের্নান্দেস দুটি করে গোল করেন।
ম্যাচে রিয়াল জয় পেলেও প্রথমে এগিয়ে যায় দেপোর্তিভো। ২৩ মিনিটে লুকাস পেরেজের পাসে ফরোয়ার্ড আদ্রিয়ান লোপেজ লক্ষ্যভেদ করেন।
৩২ মিনিটে গোলের সমতা নিয়ে আসে রিয়াল। নাচোরে ম্যাচে ফিরে রিয়াল। এর পর তারা এতটাই অপ্রতিরোধ্য হয়ে ওঠে, রীতিমতো গোল উৎসবে মেতে ওঠে।
৪২ মিনিটে দলকে এগিয়ে দেন বেল। ৫৮ মিনিটে তাঁর পা থেকেই আসে তৃতীয় গোল। ৬৮ মিনিটে লুকাস রিয়ালের পক্ষে করেন চতুর্থ গোল।
ঠিক ১০ মিনিট পর রোনালদো ব্যক্তিগত প্রথম এবং দলের পক্ষে পঞ্চম গোল করেন। কাসেমিরোর ক্রসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ৮৪ মিনিটে তাঁর পা থেকেই আসে দলের ষষ্ঠ গোল।
শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে নাচো দলের পক্ষে সপ্তম গোল করেন।
এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। তারা ১০ ম্যাচ জিতেছে, পাঁচ ম্যাচে ড্র করেছে।