প্রথম দ্বিশতকের রঙে রঙিন জাকির

লিটন দাসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জাকির হাসান গড়েছিলেন দলের ইনিংসের ভিত গড়ে দেওয়া জুটি। লিটন শতক হাঁকিয়ে ফিরলেও প্রথম দিনশেষে ক্যারিয়ার সেরা ১৫৬ রানে রয়ে গিয়েছিলেন অপরাজিত থেকেই। সেই জাকির ফিরেছেন দ্বিতীয় দিনে। তবে সাজঘরের রাস্তাটা ধরার আগে ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।
রাজশাহীর কিংসের হয়ে বিপিএলে খুব বড় ইনিংস খেলতে পারেননি ব্যাটিংয়ে একটু নিচের দিকে নামার কারণে। অবশ্য ছোট ছোট ইনিংস খেলে জাকির বুঝিয়েছিলেন সুযোগ পেলে বড় ইনিংসও খেলতে পারেন অনায়াসেই। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দুই বছরের মাথায় চারটি শতকের সঙ্গে এবার গড়লেন ডাবল সেঞ্চুরিও।
আজ সোমবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে মধ্যাঞ্চলের হয়ে জাকির হোসেন দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তাসামুল হককে সঙ্গে নিয়ে। ৩৫ রানে অপরাজিত থাকা তাসামুল অর্ধশতক তুলে নিতেই জাকির দেখা পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির।
২০ বছরে পা দেওয়ার অপেক্ষায় থাকা জাকির দ্বিশতক গড়তে বল মোকাবিলা করেছেন ৩২০টি। ইনিংসে ছয় হাঁকাননি একটিও, চার মেরেছেন ২৩টি। তানভীর হায়দারের ক্যাচ হয়ে ফিরেছেন শুভাগত হোমের বলে।
দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৫১৪ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে মধ্যাঞ্চল। ইয়াসির আলী রাব্বি ৬৪ এবং অলক কাপালি ৩৩ রানে ব্যাট করছেন।