অস্ট্রেলিয়ার টেস্ট দলে নতুন মুখ ঝাই

চোটের কারণে দলে সুযোগ পেয়েও ক্রিস লিনকে শেষ মুহূর্তে ছিটকে যেতে হয়েছে। অবশেষে আবারও টি-টোয়েন্টির দলে ফিরে আসলেন তিনি। এ ছাড়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার ঝাই রিচার্ডসন।
আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের অস্ট্রেলিয়া দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার জন হল্যান্ড। সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে হল্যান্ড টেস্ট খেলতে নেমেছিলেন ২০১৬ সালে। অবশ্য হোয়াইটওয়াশ হওয়ার কারণে সে সিরিজটা অস্ট্রেলিয়া মনেই রাখতে চাইবে না।
শ্রীলঙ্কার বিপক্ষেই ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে প্রথম মাঠে নেমেছিলেন ঝাই রিচার্ডসন। আর এবার চলমান ইংল্যান্ডের বিপক্ষে হয়ে গেছে ওয়ানডে অভিষেকটাও। পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রিচার্ডসনের এখন অপেক্ষা টেস্টের জার্সি গায়ে চাপানোর।
টেস্ট দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের টি-টোয়েন্টির দলটাও ঘোষণা করে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিউজিল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর স্বাগতিকদের মধ্যকার টি-টোয়েন্টির লড়াই।
স্টিভেন স্মিথ থাকছেন না ত্রিদেশীয় সিরিজের দলে। অধিনায়কের দায়িত্বে তাই থাকছেন ডেভিড ওয়ার্নার। তারুণ্য নির্ভর দলের দিকেই গিয়েছেন নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকা বিপক্ষে অসি টেস্ট স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), ক্যামেরন বেনক্রাফট, উসমান খাজা, পিটার হ্যান্ডক্রফট, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান লায়ন, জ্যাকসন বার্ড, জন হল্যান্ড ও ঝাই রিচার্ডসন।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অসি দল : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, আস্টন অ্যাগার, এলেক্স ক্যারি, বেন ডর্সুইস, ট্রাভিস হেড, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, কেইন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, এন্ড্রিউ টাই, অ্যাডাম জাম্পা।