সানজামুল কি একাদশে ফিরবেন?
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে ছিলেন সানজামুল ইসলাম। বাঁহাতি স্পিনার সামলানোয় জিম্বাবুয়ে দলের দুর্বলতা সুযোগ করে দিয়েছিল সানজামুলকে।
আজ মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ যখন মাঠে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে, সানজামুলকে দেখা যেতে পারে আবারও একাদশে। এ ক্ষেত্রে দলের বাইরে চলে হতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন।
প্রথম ওয়ানডেতে নিজের স্পিনে সানজামুল ছিলেন যথেষ্টই সফল। ১০ ওভার বল করে উইকেট নিয়েছেন একটি। রান দিয়েছেন ২৯, ওভারপ্রতি রান দেওয়ার হার মাত্র ২.৯০। তারপরও ব্যাটিংবান্ধব উইকেট এবং আবহাওয়ার কারণে দল বিবেচনা করা হয়েছিল সাইফউদ্দিনকে।
দল যখন ফাইনাল নিশ্চিত, পরের ম্যাচে বাংলাদেশ দল কিছু পরীক্ষা-নিরীক্ষা করতেই পারে।
সানজামুল ছাড়া দলে আপাতত তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভাবা হচ্ছিল মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়ার কথা। তবে কাটার মাস্টারের ছন্দটা যেন হারিয়ে না যায়, সে জন্য শেষ পর্যন্ত মাঠেই দেখা যাবে তাঁকে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।