অবশেষে ম্যানইউতে গেলেন সানচেজ

মৌসুমের শুরু থেকেই আলোচনা ছিল সানচেজের দলবদল নিয়ে। মোটামুটি নিশ্চিত ছিল, তাঁর গন্তব্য ম্যানচেস্টার সিটি। কিন্তু মাঝখান থেকে ভিলেনের মতো তাঁকে লুফে নিল সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। সানচেজও অবশ্য সিটির চেয়ে ম্যানইউকেই বেশি প্রাধান্য দিয়েছেন।
সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে সানচেজের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। চুক্তির অংশ হিসেবে তাঁর বিনিময়ে হেনরিখ মিখিতারিয়ানকে পেয়েছে আর্সেনাল। চার বছরের জন্য ম্যানইউর সঙ্গে যুক্ত হয়েছেন সানচেজ। চিলির এই খেলোয়াড় ৭ নম্বর জার্সি পরে খেলবেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতন পাবেন এই তারকা।
২০১৪ সালে বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যোগ দেন সানচেজ। দলটির হয়ে ৮০টি গোল করেছেন। দুটি এফএ কাপসহ জিতেছেন তিনটি শিরোপা।