লঙ্কান শিবিরে আবার ইনজুরির হানা

ত্রিদেশীয় সিরিজটা শ্রীলঙ্কার জন্য একেবারেই ভালো কাটছে না। একের পর এক দুঃসংবাদ এসে হাজির হচ্ছে লঙ্কান শিবিরে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের পাশাপাশি যোগ হয়েছিল অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ইনজুরি। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের সঙ্গে হেরে যায় দলটি এবং নিশ্চিত হয়ে যায়, পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন ম্যাথিউস। তৃতীয় ম্যাচে জিতে কিছুটা স্বস্তিতে থাকলেও কুশাল পেরেরার ইনজুরি দলে আবার কালো ছায়া ফেলে দিয়েছে।
রোববার জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচে পেরেরা ৪৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ওই ম্যাচেই পেশিতে টান অনুভব করেন তিনি। ফিজিওর পরামর্শে বিশ্রামে থাকার কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না দলের এই নির্ভরশীল ব্যাটসম্যান।
পেরেরার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ধনঞ্জয় শ্রীলঙ্কার পক্ষেও ১৭টি ওয়ানডে খেলেছেন। তাঁর শেষ সফর ছিল গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। ওই ম্যাচের পঞ্চম দিনে ধনঞ্জয়ের সেঞ্চুরির কারণে দল পরাজয় থেকে বেঁচে যায়; কিন্তু ঊরুর ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ে যান ধনঞ্জয়।