নিজের কীর্তিতে উচ্ছ্বসিত তামিম
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে রেকর্ড তো আর কম গড়েননি তামিম ইকবাল। টেস্ট ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক অর্ধশতক হাঁকানোর সঙ্গে এ ম্যাচে দেখা পেয়েছেন দুটি মাইলফলকের। রেকর্ড গড়তে পেরে বেশ উচ্ছ্বসিত জাতীয় দলের এই ওপেনার।
সিরিজ শুরু হওয়ার আগেই বেশ কথা হচ্ছিল তামিমের দুটি রেকর্ড নিয়ে। যেকোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ রান গড়া সনাথ জয়সুরিয়ার রেকর্ড ভাঙা এবং প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলকটা হাতছানি দিচ্ছিল এই বাঁহাতি ওপেনারকে। শেষ পর্যন্ত দুটি রেকর্ডই বগলদাবা করে ছেড়েছেন তিনি।
তামিমের ইনিংসটা ম্যাচে বাংলাদেশের পুঁজি গড়তে রেখেছে অবদান। তাই দিনশেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও গেছে তাঁর ঘরেই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তামিম জানালেন তিনি গর্বিত তাঁর অর্জনে, ‘যেকোনো অর্জনই ভালো লাগার। আমারো ভালো লাগছে। ম্যাচে নামার আগেই জানতাম যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছি। রেকর্ড গড়তে পেরে খুব ভালো লাগছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলে পেছনে ফেলেছেন জয়সুরিয়াকে। দুই হাজার ৫৪৯ রানে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনিই। আরেকদিকে ছয় হাজার ১০ রান নিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ছয় হাজার রানের মাইলফলকও।