ওয়ার্নকে ছুঁয়ে দেওয়ার সুযোগ মুস্তাফিজের সামনে

আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আবির্ভাবটা হয়েছিল হঠাৎ করেই। আর সে সুযোগটাতেই ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছিলেন এই বাঁহাতি পেসার। ওয়ানডেতে নিজের প্রথম দুই ম্যাচেই পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজ দাঁড়িয়ে আছেন মাইলফলকের সামনে। আর ১ উইকেট পেলেই মুস্তাফিজ হয়ে যাবেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট তুলে নেওয়া বোলার।
৫০ উইকেটের মাইলফলকের দেখাটা মুস্তাফিজ যদি শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারই পেয়ে যান, তাহলে ছুঁয়ে ফেলবেন অসি কিংবদন্তি শেন ওয়ার্নকে। ২৫ ইনিংসেই ওয়ার্ন ছুঁয়েছিলেন ৫০ উইকেটের মাইলফলকটা।
উইকেটের ফিফটি থেকে এক উইকেট দূরে দাঁড়িয়ে থাকা মুস্তাফিজ ২৫ ম্যাচে মাঠে নামলেও বোলিং করেছেন ২৪ ইনিংসে। পরের ইনিংসটাতে ১ উইকেটের দেখা পেলেই ওয়ার্ন, ম্যাট হেনরিদের সঙ্গে ষষ্ঠ দ্রুততম বোলার হিসেবে গড়ে ফেলবেন ৫০ উইকেট নেওয়ার কীর্তি।
১৯ ইনিংসে ৫০ উইকেট তুলে নিয়ে এ তালিকায় সবচেয়ে দ্রুততম লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। অজিত আগারকার, ম্যাকলেনাঘান ২৩ ইনিংসে উইকেটের ফিফটি গড়ে রয়েছেন যৌথভাবে দ্বিতীয় অবস্থানে। ২৪ ইনিংসে ৫০ উইকেট গড়েছেন অস্ট্রেলিয়ান পেস কিংবদন্তি ডেনিস লিলি এবং পাকিস্তানি গতি তারকা হাসান আলি।
বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ হলেও বাংলাদেশের হয়ে মুস্তাফিজ পাচ্ছেন সবচেয়ে দ্রুততম ৫০ উইকেট তুলে নেওয়ার সুযোগ। ৩২ ইনিংসে খেলে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকই এত দিন ছিলেন সবচেয়ে দ্রুত। ইনিংসের পার্থক্যই বলে দেয় মুস্তাফিজ এই রেকর্ড খুব দ্রুত করে নেবেন নিজের।
মোট ২৪ ইনিংসে এখন পর্যন্ত ১৯.১০ গড়ে মুস্তাফিজের ঝুলিতে রয়েছে ৪৯ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনবার।