ব্যর্থতাই সাফল্যের পথ দেখাচ্ছে শ্রীলঙ্কাকে

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে তা এখনো ঠিক হয়নি। শ্রীলঙ্কা না জিম্বাবুয়ে, তা ঠিক হবে গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের পরই। অবশ্য নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে এবং সর্বশেষ ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারানোয় শ্রীলঙ্কার ফাইনালে ওঠার আশা কিছুটা টিকেয়ে রেখেছে।
আগামীকাল বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামবে শ্রীলঙ্কা। এ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করবে তারা ফাইনাল খেলবে কি না। লঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমাল অবশ্য মনে করছেন না এখনই শ্রীলঙ্কার সুযোগ শেষ হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হেরে ফিরে আসা সত্যিই কঠিন। মাঝে মাঝে পরাজয় দারুণভাবে ফিরে আসার ব্যাপারে আত্মপ্রত্যয়ী করে তোলে।’
অবশ্য বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছেন লঙ্কান অধিনায়ক, ‘নিজেদের মাটিতে বাংলাদেশ খুবই শক্তিশালী দল। এই সিরিজেও তারা চমৎকার খেলেছে, কৃতিত্ব তাদের প্রাপ্য। তারপরও আমরা আশাবাদী জয় পেতে।’
অবশ্য দলের এই দুরবস্থার জন্য চোটকেই অনেকাংশে দায়ী করছেন চান্দিমাল। এই চোটের কারণে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে হারানোর পর দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুশাল পেরেরাও দল থেকে বাদ পড়েন। এ ব্যাপারে চান্দিমাল বলেন, ‘গত দেড় বছর ইনজুরি আমাদের বেশ ভোগাচ্ছে। আমরা ঠিক খাপ খাওয়াতে পারছি না। অবশ্য আশার কথা ছেলেরা দারুণভাবে ফিরে আসছে।’
চান্দিমাল নিশ্চিত না আগামীকাল তাদের কেমন উইকেটের মুখোমুখি হতে হবে। তবে তারা যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত।