অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে আবারও শ্রীলঙ্কা
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুই পরাজয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয় দিয়ে ফিরে আসলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ম্যাচে লঙ্কান সিংহদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশই। আগামীকাল বৃহস্পতিবার এ লড়াইয়ে নামবে দুই দল।
চলমান এই সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের জন্য যতটা কঠিন ছিল সিরিজটা বাংলাদেশের জন্য ছিল ঠিক তার উল্টো। প্রথম তিন ম্যাচেই বোনাস পয়েন্টসহ তিন জয়। নিজেদের শেষ ম্যাচেও টাইগারদের লক্ষ্যটা যে থাকছে জয় অমনটা নিশ্চিত। আর এখানটাতেই লঙ্কানদের বিপদ।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা লঙ্কানরা যদি হারে লড়াই করে, তবুও শনিবারের ফাইনালে দেখা যাবে তাদের। অবশ্য তাদের পরাজয়টা যদি হয় বড় ব্যবধানের তবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে হয়েও যেতে পারে।
টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ খুব একটা পরিবর্তন যে করতে চায় না বরং জয়ী একাদশটাকেই রাখতে চায় আরো তরতাজা, সেটা বোঝাই যাচ্ছে। তারপরও উইকেট এবং আবহাওয়ার দেখেই মাশরাফিবাহিনী সাজাবে নিজেদের একাদশ।
এদিকে উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরার হঠাৎ ইনজুরি লঙ্কান দলটির চিন্তাটা আরো বেড়েছে। পেরেরার জায়গায় উপল থারাঙ্গার সঙ্গে ইনিংসের গোড়াপত্তনে এ ক্ষেত্রে দেখা যেতে পারে দানুশকা গুনাথিলাকাকে। মিরপুরে দুপুর১২টায় মাঠে নামছে দুই দল।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক) তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আবুল হাসান রাজু।
সম্ভাব্য শ্রীলঙ্কা একাদশ : দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, উপল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, নিরোশান ডিকভেলা(উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান ও নুয়ান প্রদীপ।