প্রোটিয়া পেস তোপে টালমাটাল ভারত
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভালোই নাকাল হতে হচ্ছে ভারতকে। টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বিরাট কোহলিদের। এখন তৃতীয় ম্যাচটা ভারত লড়ছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে। সেখানেও খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গেছে মাত্র ১৮৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও অবশ্য খুব দ্রুতই হারিয়েছে একটি উইকেট। প্রথম দিনের খেলায় মাত্র ৩ রানের মাথায় ওপেনার আইদেন মার্করামের উইকেট খুইয়েছে প্রোটিয়ারা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপের মুখে পড়েছিল ভারতও। মাত্র ১৩ রানের মধ্যে সাজঘরের পথ ধরেছিলেন দুই ওপেনার মুরলি বিজয় ও লোকেশ রাহুল। বরাবরের মতো এবারও প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার দায়িত্বটা এসেছিল বিরাট কোহলির কাঁধে। তৃতীয় উইকেটে চেতেশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়েছিলেন কোহলি। কিন্তু ৪৩তম ওভারে কোহলি আউট হয়ে যাওয়ার পর বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেনি ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস এসেছে কোহলির ব্যাট থেকে। ১৭৯ বলে ৫০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেছেন চেতেশ্বর পুজারা।
এর পরে ভুবনেশ্বর কুমার ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। শেষ মুহূর্তে ৩০ রানের ইনিংস খেলে ভারতের সংগ্রহটা ১৮৭ রানে নিয়ে গেছেন ভুবনেশ্বর কুমার।