একি হলো রিয়াল মাদ্রিদের
সময়টা মোটেও ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের। লা লিগার চরম দুর্দশা চলছে তাদের। পয়েন্ট তালিকায় নেই খুব একটা ভালো অবস্থানে। এবার কোপা দেল রে থেকেও ছিটকে পড়েছে তারা। দুর্বল লেগানেসের কাছে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরে গেছে তারা।
গতকাল বুধবার রাতে বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচের এই হারে কপাল পুড়ে রিয়ালের। অবশ্য প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল তারা। দুই লেগ মিলে ব্যবধান ২-২ গোলে হলেও অ্যাওয়েতে পিছিয়ে থাকায় রোনালদোর দলটির শেষ চারের আগে বিদায় নেয়।
ম্যাচে প্রথমে এগিয়েও যায় লেগানেস। ৩১ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হাভিয়ের এরাসো লক্ষ্যভেদ করেন।
অবশ্য এ ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৪৭ মিনিটে গোল করে সমতা নিয়ে আসে রিয়াল। করিম বেনজেমার গোলে ১-১ গোলে সমতায় নিয়ে আসে তারা।
চার মিনিট পর আবার এগিয়ে যায় রিয়াল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার গাব্রিয়েল গোলটি করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানে খেলা শেষ হতাশ জিদানের দলকে।
অবশ্য এই কদিন আগে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লিগার ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল রিয়াল। সে ম্যাচে তারা ৭-১ গোলে জিতেছিল। তবে এই মৌসুমে তাদের অবস্থা খুব একটা ভালো না। টানা তিন ম্যাচ পর সে ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেলেও আবার তাদের হতাশ হতে হয়েছে কোপা দেল রে টুর্নামেন্টে।
এদিকে লা লিগায় রিয়ালের অবস্থান খুব একটা ভালো নয়। ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। তারা ১০ ম্যাচ জিতেছে, পাঁচ ম্যাচে ড্র করেছে। বাকি ম্যাচগুলোতে হেরেছে তারা।