উইকেটকে দুষছেন না মাশরাফি
মাত্র ৮২ রানে ইনিংস গুটিয়ে গেছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার একটি চিত্র দেখল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকরা। এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে, কেন এমন হলো বাংলাদেশের? আগের তিন ম্যাচে দুর্দান্ত খেলা বাংলাদেশের এই পরিণতির জন্য অনেকেই হয়তো উইকেটকে দুষছেন। অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন না, উইকেট খুব একটা কঠিন ছিল। চেষ্টা করলে ভালো কিছু করা যেত বলে মনে করেন তিনি।
সিরিজের আগে প্রতিটি ম্যাচেই দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার এমন চিত্র খুব একটা চোখে পাড়েনি। তাই ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে জর্জরিত মাশরাফি। উইকেট প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, 'ইনিংস শেষে আমি কথা বলেছি তামিম ও সাকিবের সঙ্গে। তারা কেউই আমাকে বলেনি উইকেট এতটা খারাপ ছিল। তাই আমার মনে হয়েছে, ব্যাটসম্যানরা ধৈর্যের পরিচয় দিতে পারলে, ১৮০ থেকে ২০০ রান করা যেত। এ ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে সেটা আমি বলব না, তবে তারা চেষ্টা করেছে, সাফল্য পায়নি।'
মিডলঅর্ডার ব্যাটসম্যানদের জন্য একটা সুযোগ ছিল বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক, 'এদিন আমাদের মিডলঅর্ডার ব্যাটসম্যানদের একটা সুযোগ ছিল নিজেদের প্রমাণ করার। মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও নাসির হোসেনরা প্রত্যেকেই অভিজ্ঞ ক্রিকেটার। তারা নিজেরাও বোঝে এমন পরিস্থিতি কীভাবে সামলাতে হয়। কিন্তু আমি জানি না, তারা কেন সাফল্য পায়নি। দ্রুত রান তোলার দিকে মনোযোগ না দিলে ধীরেসুস্থে খেললে ভালো কিছু করতেও পারত তারা। '
এক মুশফিকুর রহিম ছাড়া এই ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলের ১১ জন ব্যাটসম্যানের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পেরেছেন। তার মধ্যে মুশফিক করেছেন ২৫ ও সাব্বির ১০ রান। অন্যরা ছিলেন আসা-যাওয়ার দলে। ব্যাটসম্যানদের এই ব্যর্থতা ফাইনালের আগে বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা।