৩ নম্বরের সাকিবের কারণেই নড়বড়ে মিডল অর্ডার?
টানা তিন ম্যাচে দাপুটে জয় পেয়ে উড়তে থাকা বাংলাদেশকে আজ যেন এক ঝটকায় মাটিতে নামিয়ে এনেছে শ্রীলঙ্কা। মাত্র ৮২ রানে অলআউট হয়ে ম্যাচটি বাংলাদেশ হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এমন একটা লজ্জাজনক হারের পর কাটাছেঁড়া যে শুরু হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
গত তিনটি ম্যাচে জয় পেলেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা বেশ চোখে পড়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। আজ মাত্র ৮২ রানে গুটিয়ে যাওয়ার পর সেই প্রশ্নটা আবার উঠল নতুন করে। সাকিব আল হাসান তিন নম্বরে উঠে আসতেই কি কিছুটা নড়বড়ে হয়ে উঠেছে বাংলাদেশের মিডল অর্ডার? অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য মিডল অর্ডারের ব্যর্থতাকে এত কড় করে দেখতে রাজি নন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা তো ধরেন আমি মনে করি তাদের জন্য সুযোগ। রিয়াদের কথা যদি ধরি সে অনেক দিন খেলেছে। সাব্বির রুম্মানও আজ ৫০টা ম্যাচ খেলে ফেলল। তাদের যে সামর্থ্য নাই তা না। টপ অর্ডারে আমরা যেটা আশা করছি সেটা আজকে হয়নি বলে বেশ এক্সপোজড হয়েছে মিডল অর্ডার। অবশ্যই এতটা এক্সপোজড হবে কারোরই ভাবনাতে ছিল না।”
সাকিবের ব্যর্থতাই মিডল অর্ডারের ধ্বসের কারণ কি না এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সাকিব তো ১০-১১ বছর পাঁচে খেলেছে এটা ঠিক। কিন্তু আমরা যেটা চেয়েছি তার প্রতিফলন আমরা প্রথম তিন ম্যাচে পেয়েছি। মিডল অর্ডারের দায়িত্ব সেটা নেওয়া। এমন তো না যে সাকিবকে ঘিরেই খেলে যাব। তাহলে তো সাকিবই থেকে যাচ্ছে।’