নিউজিল্যান্ডে অবশেষে পাকিস্তানের জয়
নিউজিল্যান্ডে গিয়ে যেন জিততেই ভুলে গিয়েছিল পাকিস্তান। অবশেষে কিউইদের মাঠে পাকিস্তান ম্যাচ শেষ করল জয়ীর বেশে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের সরফরাজ আহমেদের দল হারিয়েছে ৪৮ রানে।
সফরে ওয়ানডের লড়াইয়ে পাকিস্তান হেরেছে পাঁচটির পাঁচটিতেই। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও বরণ করে নিতে হয় পরাজয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সফরকারীরা জমিয়ে দিল সিরিজটাই।
অকল্যান্ডে প্রথমে ব্যাট করা পাকিস্তানের সংগ্রহটা ছিল বেশ বড়সড়ই। ২০ ওভারে চার উইকেট হারিয়ে পাকিস্তান গড়েছিল ২০১ রানের পুঁজি। কিউইরা ১৫৩ রানে হয়েছে অলআউটই! তাই ৪৮ রানের স্বস্তির জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতাটাও আনল পাকিস্তান।
ফখর জামান আর আহমেদ শাহজাদের উড়ন্ত শুরুতে পাকিস্তান বড় স্কোরের স্বপ্নটা দেখছিল ম্যাচের শুরু থেকেই। ১০ ওভারের মধ্যেই এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান তুলে নেন ৯৪ রান। অর্ধশতক না পেয়ে শাহজাদ(৪৪) ফিরে গেলেও জামান ঠিকই তুলে নিয়েছেন ২৮ বলে ৫০ রান। দুজন যেমন ব্যাটিংয়ের তাণ্ডব শুরু করেছিলেন একসাথে, ফিরছেনও ২ রানের ব্যবধানেই।
দলনায়ক সরফরাজকে সঙ্গী করে পাকিস্তান দলকে এরপর এগিয়ে নিয়ে যান বাবর আজম। তৃতীয় উইকেট জুটিতে বাবর-সরফরাজ যোগ করেন ৯১ রান। দলপতি ৪১ রানে ফিরলেও বাবর অপরাজিত রয়ে যান কাঁটায় কাঁটায় ৫০ রানেই। আর তাতেই সফরকারীদের স্কোর পার করে দুইশর ঘর। স্বাগতিক বোলারদের মধ্যে বেন হুইলার নেন জোড়া উইকেট।
জবাব দিতে নেমে নিউজিল্যান্ড তালটা হারিয়েছিল একদম শুরুতেই। ম্যাচের শেষ অব্দি আর জয়ের রাস্তাটা খুঁজে পায়নি কেইন উইলিয়ামসনের দল। লড়াইটাই করতে পারেনি স্বাগতিকরা। মিচেল স্যান্টনারের ৩৭ রানের সঙ্গে বল হাতে দুই উইকেট নেওয়া হুইলারের ৩০ রান শুধু পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে।
ফাহিম আশরাফ পাকিস্তানের পক্ষে তুলে নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া মোহাম্মদ আমির এবং শাদাব খান নিয়েছেন দুটি করে উইকেট। ফখর জামানের দারুণ ইনিংস তাঁকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার।
দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জয়ে সিরিজের শেষ ম্যাচটা হয়ে গিয়েছে অঘোষিত ফাইনাল। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে দুদল মাঠে নামবে আগামী রোববার।