আবারও ভারতে আটকা বাংলাদেশ
২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও আবার ভারতের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। অনেকেরই হয়তো আশা ছিল, ২০১৫ বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে পারবেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হলো না। আবারও সেই ভারতের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।
২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার শেষ আটের লড়াই থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের তরুণদের। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে ১৩১ রানের বড় ব্যবধানে। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.১ ওভার ব্যাটিং করে ১৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।
২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি এসেছে ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে। ২৩তম ওভারে দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছিলেন পিনাক। তাঁর বিদায়ের পর থেকেই ফিকে হয়ে আসতে থাকে বাংলাদেশের জয়ের আশা। এরপর আফিফ হোসেনের ১৮, রবিউল হকের অপরাজিত ১৪ রানের ছোট্ট ইনিংসগুলো হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সুবমান গিলের ৮৬, পৃথিবী শ-এর ৪০, অভিষেক শর্মার ৫০, হার্ভিক দেশাইয়ের ৩৪ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২৬৫ রান জমা করেছিল ভারত।
বাংলাদেশের পক্ষে ভালো বোলিং করে তিনটি উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার কাজী অনিক। দুটি করে উইকেট গেছে নাইম হাসান ও সাইফ হাসানের ঝুলিতে।