আইপিএল নিলামে আবারও দাপট স্টোকসের

গত বছরের আইপিএল নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের এই অলরাউন্ডার এবারও করেছেন বাজিমাত। এখন পর্যন্ত তাঁর দামই উঠেছে সবচেয়ে বেশি। সাড়ে ১২ কোটি রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
চেন্নাই সুপার কিংস, কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের সাথে লড়াই করে সাড়ে ১২ কোটি রুপিতে তাঁকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। এখন মাঠে স্টোকসের নৈপুণ্য দেখার পরই আসলে বোঝা যাবে রাজস্থান কতটা লাভবান হয়েছে।
স্টোকস ছাড়াও আইপিএল নিলামে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার পেস সেনশেসন মিচেল স্টার্ক। কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৯.৪ কোটি রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের জন্যও ভালো লড়াই চালিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ার ডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদ। অবশেষে ৯ কোটি রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
অল্প সময়ের জন্য কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গাম্ভীরকেও ২.৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু আরটিএম কার্ড ব্যবহার করে গম্ভীরকে আবার কিনে নেয় কেকেআর। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৭.৬ কোটি রুপিতে কিংস এলেভেন পাঞ্জাবে যোগ দিয়েছেন।
শিখর ধাওয়ান, কাইরন পোলার্ড , আজিঙ্কা রাহানে, ফাফ ডু প্লেসি আরটিএম অপশনের মাধ্যমে তাঁদের গত মৌসুমের দলেই আছেন। প্রথম রাউন্ড শেষে অবিক্রিত ছিলেন তারকা ক্রিকেটার গেইল ও জো রুট।