হঠাৎ চোটে আক্রান্ত সাকিব
এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে সফল খেলোয়াড় বললে ভুল বলা হবে না তাঁকে। এর আগে প্রায় সব ম্যাচেই ব্যাট ও বল হাতে দারুণ সফল ছিলেন সাকিব আল হাসান। এদিনও বল হাতে খুব একটা খারাপ করছিলেন না, পাঁচ ওভার বল করে ২০ রান দিয়ে ভালোই বল করছিলেন। কিন্তু হঠাৎ ফিল্ডিং করতে গিয়ে চোটে আক্রান্ত হন। বাঁহাতের আঙুলে ব্যথা পেয়ে মাঠে ছেড়ে যেতে হয়েছে তাঁকে। ব্যথাটা এমন যে পরে আর ফিল্ডিং করতেও পারেননি।
ম্যাচের ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিং করতে গিয়েই বাঁহাতের আঙুলে ব্যথা পান সাকিব। বিষয়টা নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ ব্যাপারে তিনি বলেন, 'হ্যাঁ, সাকিব বাঁহাতের আঙুলে কিছুটা ব্যথা পেয়েছে। তবে ব্যথাটা কেমন তা বোঝা যাবে এক্স-রে করার পরই। এখন পর্যবেক্ষণে আছে।'
এর আগে প্রায় প্রতিটি বলেই সাকিব ছিলেন বেশ উজ্জ্বল। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ রান এবং বল হাতে তিন উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৭ রান করেন এবং তিন উইকেট পান। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচেও তিনি ছিলেন সফল, ৫১ রান করেন এবং তিন উইকেট পান।
এ ছাড়া এই ত্রিদেশীয় সিরিজেই ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক। বিশ্বের অন্যতম এই সেরা অলরাউন্ডার এবার দাঁড়িয়ে আরো একটি মাইলফলকের সামনে। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলকের। তিন ফরম্যাট মিলে সাকিবের এখন সংগ্রহ ৪৯৬ উইকেট।