হায়দরাবাদে সাকিবের সঙ্গী রাশিদ খান
১১তম আইপিএলে সাকিব আল হাসানের দলের নাম সানরাইজার্স হায়দরাবাদ। দুই কোটি রূপিতে সাকিব আল হাসানকে কিনে নিয়েছে ২০১৬ সালের শিরোপাজয়ীরা। এবার সাকিবের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি দলটি কিনে নিল রাশিদ খানকেও। আফগানিস্তানের এই লেগস্পিনার আইপিএলের গত মৌসুমেও মাঠে নেমেছিলেন হায়দরাবাদের হয়ে।
নিলামে অংশ নেওয়া সব ফ্র্যাঞ্চাইজিরই চোখ ছিল রাশিদ খানের দিকেই। সবাই-ই চেষ্টা করেছে রাশিদ খানকে নিজেদের দলে ভেড়াতে। ভিত্তি মূল্য দুই কোটি রূপি থেকে নয় কোটিতে ওঠা- প্রমাণ করে দেয় তরুণ এই আফগান তুর্কিকে পেতে সবার আগ্রহ ছিল কতটা!
যেহেতু আগের আসরে রাশিদ খেলেছিলেন হায়দরাবাদের হয়ে তাই অগ্রাধিকার ভিত্তিতে তারা পেয়েছে রাশিদকে দলে রেখে দেওয়ার সুযোগ। আর সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেনি একবারের চ্যাম্পিয়ন দলটি। ৯ কোটি রূপিতে শেষমেশ রশিদকে সতীর্থ হিসেবে পেয়েছেন সাকিব আল হাসান।
আফগান লেগ স্পিনার বল হাতে রয়েছেন দারুণ ফর্মে। মাতিয়ে বেড়াচ্ছেন বিশ্বজুড়ে চলতে থাকা টি-টোয়েন্টি লিগগুলোতে। বর্তমানে ব্যস্ত রয়েছেন অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশের খেলায়।