অভিষেকেই হ্যাটট্রিকের চমক মধুশঙ্কার

আগের ওভারের শেষ দুই বলে ফিরিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেনকে। মাঝে হয়ে গেল এক ওভার। ৪১তম ওভারে আবারও বল হাতে আসলেন সিহান মধুশঙ্কা। পুরো ম্যাচে একাই লড়াই করা মাহমুদউল্লাহও ব্যাটটা চালালেন সপাটে। তবে ব্যাট-বলের রসায়নটা ঠিকঠাক হলো না। ম্যাচসেরা উপল থারাঙ্গা লুফে নিলেন ক্যাচ। ব্যস, অভিষেকেই ৪র্থ বোলার হিসেবে হ্যাটট্রিকের বিরল কীর্তি গড়লেন মধুশঙ্কা।
দারুণ গতি আর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের নজরটা বেশ কেড়েছিলেন ২৩ বছরে পা দেয়ার অপেক্ষায় থাকা মধুশঙ্কা। প্রথমবারের মত দলে ডাক পেলেও মাঠে নামেননি ত্রিদেশীয় সিরিজের কোন ম্যাচে। একদম সরাসরি ফাইনালে নামলেন, আর হ্যাট্রিকসহ দারুণ বোলিংয়ে দলকে এনে দিলেন চ্যাম্পিয়নের ট্রফি।
ওয়ানডেতে অভিষেকেই হ্যাট্রিকের কথা যতবার উচ্চারিত হবে ততবারই সামনে আসবে বাংলাদেশের নাম। একদম শুরুর ম্যাচে অনেকেই শতকের দেখা পেয়েছেন, দেখা পেয়েছেন পাঁচ উইকেটের। কিন্তু হ্যাটট্রিক কেউই করতে পারেননি প্রথমবার জার্সি গায়ে চাপিয়েই। তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়ে গড়েছিলেন অভিষেকে হ্যাট্রিকের প্রথম কীর্তি।
মধুশঙ্কাকে নিয়ে এই নিয়ে চারবার অভিষেকে হ্যাটট্রিকের রেকর্ডের দুটোই গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা দ্বিতীয় বোলার হিসেবে গড়েছিলেন অভিষেকে হ্যাট্রিকের রেকর্ড। সেদিন প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। মাঝে ওয়ানিন্দু হাসারাঙ্গা ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে হ্যাট্রিকের আগুনে পুড়িয়েছেন। আর সেই তালিকার শেষ সংযোজন তো দেখা গেল আজ সন্ধ্যাতেই। মিরপুরে মধুশঙ্কার প্রতিপক্ষ দলের নামটাও বাংলাদেশ!