প্লে-অফ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে যুব দল
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ চারে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ যুব দল। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে যায় তারা। তবে আশার কথা, পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন সাইফ-নাজমুলরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ যুবারা ২১৬ রান করে। হাসান মাহমুদ ও কাজী অনিকের দুর্দান্ত পেস আক্রমণেই এত অল্প রানে ইনিংস গুটিয়ে নেয় তারা।
বাংলাদেশের জয়ে সর্বোচ্চ সংগ্রহ আফিফ হোসেনের, ৭১ রান। ৮৬ বল খরচায় এই রান করেন তিনি। অধিনায়ক সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৫৯ রান। এ ছাড়া মোহাম্মদ রাকিব হার-না-মানা ২৮ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
এর আগে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে আসরটি শুরু করেছিল যুব দল। তারা দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জিতে ৬৬ রানে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরে যায় তারা।
তবে প্লে-অফ ম্যাচের এই সাফল্য যুব বিশ্বকাপে বাংলাদেশের হতাশা কিছুটা হলেও কেটেছে। এই ম্যাচ জিতে বাংলাদেশ হয়েছে পঞ্চম।
এদিকে বাংলাদেশ জাতীয় দলও ঘরের মাঠে চরম ব্যর্থ হয়েছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে তারা হেরেছে ৭৯ রানের বিশাল ব্যবধানে। শুধু ফাইনালেই নয়, এর আগে লিগ পর্বের শেষ ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হেরেছিল বিশাল ব্যবধানে। সবচেয়ে হতাশার কথা, সে ম্যাচে বাংলাদেশ মাত্র ৮২ রানে ইনিংস গুটিয়ে নেয়।