ভারতীয় দলে ফিরলেন রায়না
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে হেরেছে ভারত। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এর পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে কোহলিরা। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর এই দলে ফিরেছেন সুরেশ রায়না।
প্রোটিয়াদের বিপক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। এর পর ২১ ও ২৪ ফেব্রুয়ারি বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রায়না। দক্ষিণ আফ্রিকার মাঠে এবার তিনি কেমন করেন, সেটাই এখন দেখার।
এই দলে আরো জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক হুদা, মোহাম্মদ সিরিজ ও ওয়াশিংটন সুন্দর।
ভারতীয় টি-টোয়েন্টি দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মনিশ পান্ডে, অক্ষর প্যাটেল, জুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, জয়দেব উদানাকাট ও শার্দুল ঠাকুর।